ভোলায় নতুন ঘর পেল ২৫২৩ পরিবার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

মুজিববর্ষ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার নয়টি ইউনিয়নের ২৫২৩ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবারগুলোর প্রতিনিধির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সমাজের অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কোন ভূমিহীন মানুষ রাস্তায় থাকবেন না। আওয়ামী লীগ সরকার ভূমিহীন মানুষদের বিনা পয়সায় ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। এছাড়া এই সরকারের আমলে দরিদ্রতার হার অনেক কমে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :