ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চান্দুরা-আখউড়া সড়কের পত্তন ইউনিয়নের নোয়াগাঁও মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- হারুন মিয়া, পত্তন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য মহিবউল্লাহ, নিহতের স্ত্রী পারুল বেগম, মেয়ে রুনা আক্তার, নিহতের চাচাতো ভাই লিলু মিয়া ও চাচাতো ভাই হারুন মিয়া প্রমুখ।

তারা অবিলম্বে উপজেলা যুবলীগের সভাপতি আদম খাঁ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আলম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবীকে অবিলম্বে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

নিহতের মেয়ে রুনা আক্তার বলেন, ‘এখন পর্যন্ত বাবার হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ হয় নাই। আসামিরা মামলাটাকেও উধাও করতে চাচ্ছে। তারা এলাকার সরকার দলীয় প্রভাবশালী। এমনকি আদালতে যাবার সময় আমাদের লুকিয়ে যেতে হয়। মামলার আসামি উপজেলা সামছুল আলম ওরফে সামসু মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবী, রিগান, কাশেম, ছালেক আমাদেরকে মামলা তুলে নেয়াসহ বিভিনভাবে হুমকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘তারা আগে জাতীয় পার্টি করত। এখন তারা নামধারী আওয়ামী লীগ। রাজনৈতিক আশ্রয় নিয়ে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করছে তারা। পাচঁবছর ধরে মামলা চালিয়ে যাচ্ছি।’

তিনি তার বাবার হত্যাকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ২৮ এপ্রিল উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর বাজার এলাকায় রাস্তা বিরোধের জের ধরে ইউনিয়ন যুবলীগ সভাপতি আদম খাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পারুল বেগম নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :