ডা. স্বপ্নীলের বই 'পথ হারাবে না বাংলাদেশ'

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

গ্রন্থ মেলায় প্রকাশিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) নতুন বই। বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন হলো বাংলা একাডেমির একুশের বই মেলার সোহওয়ার্দী উদ্যান অংশে মাওলা ব্রাদার্স প্যাভিলিয়নে।

'পথ হারাবে না বাংলাদেশ' নামের বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল এর পঞ্চম বই 'পথ হারাবে না বাংলাদেশ।'

বইটিতে গত এক বছরের সমসাময়িক ঘটনা নিয়ে লেখা ডা. স্বপ্নীলের ২৮ টি প্রবন্ধ মলাটবদ্ধ করা হয়েছে। এই প্রবন্ধগুলো দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকন্ঠ, বিডিনিউজ২৪, ঢাকাটাইমস, জাগো নিউজ সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদ, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি ওবাইদুল হাসান, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বিএসএমএমইউ, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা পাশা, আই জি, বাংলাদেশ প্রিজন, ভারতীয় রাজ্য সভার সদস্য ঋতুব্রত ব্যানার্জি, মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক, মাওলা ব্রাদার্সের সমন্বয়ক মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/বিইউ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :