ময়মনসিংহে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার ৮

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে মুক্তাগাছায় প্রবাসীর স্ত্রী দুই সন্তানের মা জোৎস্না  বেগম হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কামরুজ্জামান, রফিকুল ইসলাম, কামাল হোসেন, শামলা খাতুন, বেদেনা খাতুন, লিলি আক্তার, সিদ্দিক মিয়া ও শামছুন্ননাহার।

এর আগে মৃত জোৎস্না বেগমের মা শাহিদা খাতুন মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আলী জানান, দশ বছর আগে উপজেলার বিরুদবাড়ি মালপুল এলাকার আ. রহিমের কন্যা জোৎস্নার সঙ্গে একই উপজেলার ঘোষবাড়ি এলাকার আবু হানিফের বিয়ে হয়। ছয় মাস আগে স্বামী বিদেশে যান। এরপর থেকে পাশের বাড়ির ভ্যানচালক কামরুজ্জামানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জোৎস্না বেগম। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সেই সঙ্গে কামরুজ্জামানকে বিয়ে করতে চাপ দেন ওই গৃহবধূ। এরই জের ধরে বুধবার রাতে কামরুজ্জামান তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করে গৃহবধূর পরিবার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জোৎস্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে আলামত ওড়না জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/কেএম/এলএ)