আগামীকাল বইমেলার দ্বার খুলবে সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার দ্বার খুলবে সকাল ৮টায়। এদিন মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রন্থমেলায় থাকবে শিশুপ্রহর।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। তারা জানান, রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে।

আগামীকাল ছুটির দিনের সকাল সাড়ে ৭টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি রুবী রহমান।

বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও সাম্প্রতিক উন্নয়ন প্রসঙ্গ শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

এছাড়া সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/টিএটি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বইমেলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা