কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত, আহত তিন পুলিশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইমন (৪০) ও মো. জাহাঙ্গীর (২৮) নামে দ্ইু যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা ডাকাতি, হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি। বন্দুকযুদ্ধে কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লার আদর্শ উপজেলার গোমতী নদীর পালপাড়া ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত মো. ইমন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে এবং মো. জাহাঙ্গীর একই উপজেলার আড়াইওরা এলাকার মৃত মিরু মিয়ার ছেলে।

বন্দুকযুদ্ধে আহত পুলিশ সদস্যরা হলেন- কোতয়ালী থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদির, এএসআই জহরুল এবং ডিবি পুলিশের কনস্টেবল মোল্লা আব্দুস সবুর।

পুলিশ জানায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজের পাশে সশস্ত্র ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতদের গ্রেপ্তারে যায়। টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এ সময় ডিবি ও কোতয়ালী থানার পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের তিন সদস্যসহ ডাকাত দলের সদস্য ইমন ও জাহাঙ্গীর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। আর আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের উপ-পুলিশ পরির্দশক পরিমল চন্দ্র দাস ঢাকাটাইমসকে জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি এলজি, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি এবং একটি তালা কাটার কার্টার উদ্ধার করা হয়েছে। পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন। নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭/৮টি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ব তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :