শহীদ মিনার থেকে বইমেলায়

আসাদুজ্জামান, বইমেলা থেকে
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮

ভাষা শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল অর্পণ করে অনেকেই আসছেন বইমেলায়। প্রভাত ফেরির পর থেকেই বিভিন্ন বয়সী মানুষ বইমেলায় ভিড় জমাচ্ছেন।

আজ মেলা শুরু হ‌য়ে‌ছে সকাল আটটায়। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। মেলায় সাদা-কালো রঙের পোশাকে শোকের আবহে তরুণ-তরুণীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। মাথায় ফুলের টায়রা পরে ঘুরছেন নারী-শিশুরা। অনেকে এসেছেন সপরিবারে।

সকা‌লে মেলায় বই‌প্রেমী‌দের সংখ‌্যা কিছুটা কম হ‌লেও বেলা বাড়‌লে দর্শনার্থী‌দের সংখ‌্যা বাড়বে ব‌লে আশা করা যাচ্ছে।

এদিকে, ভাষাশহীদদের স্মরণে মেলার তথ‌্যকে‌ন্দ্রে প্রচার হ‌চ্ছে একু‌শের ক‌বিতা। আর সাদা-কালো শাড়ি ও পাঞ্জাবি পরে আসা তরুণ-তরুণীরা সেসব শুনেছেন আগ্রহভরে।

সকা‌লে মেলায় কথা হয় ঢাকা ক‌লে‌জের ছাত্র ইম‌তিয়া‌জের সঙ্গে। তি‌নি ব‌লেন, ‘প্রভাত ফে‌রি‌তে অংশ নি‌য়ে‌ছিলাম। সেখান থে‌কে বই‌মেলায় এসে‌ছি। ক‌য়েক‌টি বই কিন‌বো।’

সাত সকালে স্বপ‌রিবা‌রে মেলায় এ‌সে‌ছি‌লেন ত‌বিবুর রহমান। তি‌নি ব‌লেন, ভে‌বে‌ছিলাম একু‌শে ফেব্রুয়া‌রির সকা‌লে বই‌মেলায় ভিড় হ‌বে। কিন্তু মেলায় এ‌সে দেখলাম তেমন একটা ভিড় নেই। নিরি‌বি‌লি‌তে ঘু‌রে ফি‌রে প্রয়োজনীয় ক‌য়েক‌টি বই কিন‌ব ভাব‌ছি।

ছু‌টির দিন হওয়ার অ‌নে‌কেই আজ প‌রিবার প‌রিজন, বন্ধু-বান্ধব নি‌য়ে মেলায় এ‌সে‌ছেন। এ‌দেরই একজন ইকরামুল। বল‌লেন, ব‌্যস্ততার কার‌ণে এত‌দিন মেলায় আসা হয়‌নি। ভো‌রে শহীদ মিনা‌রে ফুল দি‌তে গি‌য়ে‌ছিলাম। সেখান থে‌কে মেলায় এসে‌ছি। সারা‌দিন মেলায় ঘুর‌বো। বাচ্চা‌দের পছ‌ন্দের বই কি‌নে দেব।

ঢাকটাইমস/২১‌ফেব্রুয়া‌রি/এ‌জেড/ইএস

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :