কেউ না কেউ বড় ইনিংস খেলবে: মুমিনুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪

ক্রিকেটের কোনো ফরম্যাটেই এখন বাংলাদেশ ভালো করতে পারছে না। টেস্টে একের পর এক ইনিংস ব্যবধানে হেরেই চলেছে টাইগাররা। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও হতাশাজনক। গত পাঁচ টেস্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সেঞ্চুরি নেই।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে কেউ না কেউ বড় ইনিংস খেলবে বলে আশা করছেন টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছেন, ‘টানা এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকাটা অবশ্যই হতাশার। খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। তবে, আমরা চেষ্টা করছি এই অবস্থা থেকে উন্নতি করার। ইনশায়াল্লাহ খুব শিগগিরই তা আপানারা দেখতে পাবেন।’

তিনি আরো বলেন, ‘সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’

আগামীকাল (শনিবার) মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের পর এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :