ছিন্নমূল মানুষদের নিজ হাতে খাওয়ালেন পাঁচবিবির ওসি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ছিন্নমূল মানুষদের নিজ হাতে খাইয়েছেন পাঁচবিবি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান।

বৃহস্পতিবার মধ্যরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্রায় তিন শতাধিক ছিন্নমূলদের সঙ্গে নিজে খেয়েছেন এবং তাদের মুখে খাবারও তুলে দিয়েছেন।

পাঁচবিবি পৌর শহরের স্টেশন এলাকার মোজাফর হোসেন, আবুল কালাম, রাজ্জাক মণ্ডলসহ সকলেই বলেন, আমাদের বাড়ি-ঘর নেই। রাত হলেই স্টেশনে এসে ঘুমাই- কোনদিন খেয়ে, আবার কোনদিন না খেয়ে। আজ ওসি স্যার পেট ভরে আমাদের খাওয়ালেন।

স্টেশনে এলাকার আমেনা বেওয়া বলেন, প্রায়ই আমি না খেয়ে থাকি। রাতে স্টেশনে থাকি। প্রায় সময় ওসি স্যার আমাকে পেট ভরে খাওয়ান, আজও  পেট ভরে খেলাম।

ওসি মুনসুর রহমান বলেন, মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে এ আয়োজন করেছি। এরা সুবিধাবঞ্চিত নয়, বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের অংশ হিসেবে আমি সেটাই চেষ্টা করছি। আমি আশা করি, আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)