বিএইচবিএফসির আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালন করে।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী সদর দপ্তরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া বিএইচবিএফসির রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং প্রজেক্ট, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পরিষদ, অফিসার কল্যাণ সমিতি এবং জোনাল অফিস-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং এর আওতাধীন সকল রিজিওনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্ব-স্ব ম্যানেজারদের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ব্যবস্থাপনা পরিচালক জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার মঙ্গল ও উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)