লক্ষ্মীপুর আইনজীবী সমিতিতে সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ২০২০-২১ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামায়াতের মো. শাহাদাত হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ হয়।

এ দিকে ১৩ সদস্য কার্যকরী কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ও পাঠাগার সম্পাদকসহ চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৯৭ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আবুল খায়ের, হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম শিপন, মুনছুর জিলানী, পাঠাগার সম্পাদক চাঁদমনি মোহন, সদস্য যথাক্রমে আবু বকর ছিদ্দিক, রিয়াজ হোসেন, নুর উদ্দিন সুজন, তাছলিম আলম, আফতাব হোসাইন তারেক।

এ দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন ফখরুল ইসলাম জুয়েল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট এ কে এম আবদুল মতিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট শিল্পী রাণী পাল ও এডভোকেট তফাজ্জল হোসেন বাচ্চু দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :