বাঁশের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

শহীদ মিনার না থাকায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঘুঘুয়া আব্দুস সোবাহান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও বাঁশের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার সকালে প্রভাতফেরি শেষে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা স্কুল মাঠে নির্মিত অস্থায়ী বাঁশের তৈরি শহীদ মিনারে ফুল দেন।

বিগত কয়েক বছর ধরে এরকম করে শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন করে আসছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। 

এ ব্যাপারে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ গোলাম মোস্তফা  বলেন, সরকারি বাজেটে শহীদ মিনার নির্মাণের কথা রয়েছে। তাই আপাতত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তবে শহীদ মিনার নির্মাণ সময়ের ব্যাপার। 

স্কুলের সাবেক ছাত্র ও বালিয়াডাঙ্গী শমিরউদ্দীন কলেজের প্রভাষক বনি আমিনের একক প্রচেষ্টায় এই বাঁশের তৈরি শহীদ মিনার বানিয়ে বিগত কয়েক বছর ধরে এরকম করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপজেলা চেয়ারম্যান আবু আসলাম জুয়েল জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। খুব শিগগির শহীদ মিনারের প্রকল্প গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/কেএম/এলএ)