পর্তুগালে শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

রনি মোহাম্মদ, লিসবন (পর্তুগাল)

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে ঢল নেমেছে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের।

শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, এরপর স্থানীয় সরকার জয়ন্তা ফ্রেগসিয়া আরিয়ারোর প্রেসিডেন্ট মিজ মার্গারিদা মার্টিন্স, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, দূতাবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, পর্তুগালের আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল এবং হবিগঞ্জ কমিউনিটি ইন পর্তুগাল, পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেদির পাদদেশে বাংলাদেশ দূতাবাস লিসবনের তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, স্থানীয় সরকার জয়ন্তা ফ্রেগসিয়া আরিয়ারোর প্রেসিডেন্ট মিজ মার্গারিদা মার্টিন্স ও পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিস্কো মিনোনেজ।

রুহুল আলম সিদ্দিকী শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদ করা। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। বায়ান্নর ভাষা আন্দোলন হয়েছিল বলেই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। এ জন্য প্রতিটি মুহূর্ত একুশের চেতনা ধারণ করা উচিত আমাদের। একুশের চেতনায় উদ্ভাসিত হওয়ার জন্য সব প্রবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

এদিকে একুশের অনুষ্ঠানমালাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পর্তুগালের আইন শৃঙ্খলা বাহিনী।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/কেএম/এলএ)