ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

শুক্রবার বিকালে উপজেলার রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফুল, সজীব হোসেন, সাকিব ও মিজান।

আহতরা হলেন নিচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইমন, আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর, শহীদের ছেলে হৃদয়, আবুল কাসেমের ছেলে শামীম, আলমগীরের ছেলে লিমন, নজরুল ইসলামের ছেলে সমীর। আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আরিফুল ও  সজীব মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাকিব ও মিজান।

স্থানীয়দের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় একটি অটোরিমশার সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনরা গেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এমআর