‘টিসির হুমকিতে’ স্কুলছাত্রীর আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যালয় থেকে (বদলি সনদ)টিসির হুমকিতে সিনথিয়া (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ মধ্য কামারগাঁও গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ করেন নিহত ওই ছাত্রীর পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিনথিয়া সম্প্রতি তার মামা সম্পর্কের নিকট আত্মীয় সাকিবের সাথে তাদের এলাকার পাশবর্তী পদ্মা নদীর ঘুরতে যায়। এ সময় এলাকার কয়েকজন বখাটে তাদের পথ রোধ করে মারধরসহ মিথ্যা অপবাদ দিয়ে আটক করে। পরে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলে, তিনি টিসি দেওয়ার হুমকি দেন। বখাটেদের মিথ্যা অপবাদ ও টিসির শঙ্কায় সিনথিয়া আত্মহত্যা করেছে বলে ওই ছাত্রীর বাবা আব্দুর রহিম জানান।

মা মিনারা বেগম বলেন, বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত প্রধান শিক্ষককে টিসি দেয়ার জন্য বলেছেন। এছাড়া আমাকে বলেছেন- তোমার মেয়ে ভালো না। আমার স্কুলে সে পড়তে পারবে না।

স্কুল প্রধান শিক্ষক সেলিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সিনথীয়াকে কোন টিসি দেয়া হয়নি। শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার অনেক পরে সে ক্লাসে আসে। তাকে জিজ্ঞেস করলে তার আত্মীয়ের সাথে নদীর পারে ঘুরতে যাওয়ার কথা বলে। পরে তাকে মোবাইল ফোনে ডেকে এনে বিস্তরিত জানানো হয়। হয়ত তার মা তাকে গালমন্ধ করার কারণে সিনথীয়া আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

বিদ্যালয়ের সভাপতি ও ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত বলেন, আমি প্রধান শিক্ষককে টিসি দেয়ার বিষয়ে কোনও কথা বলিনি।

শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :