ইরানে করোনায় মৃত্যু বেড়ে ৪

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

ঢয়াকাটাইমস ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাসে মুত্যুর তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় উঠেছে ইরান। আজ শূক্রবার আরও দুজনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪। খবর পার্স টুডে ও মেহের নিউজ।

এর আগে গত বুধবার পারস্য উপসাগরের প্রথম দেশ হিসেবে ইরানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে দুজন মারা যান।

ইরানের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৪ জন।

গত বুধবার দেশটিতে দুজনের মৃত্যুর খবর জানিয়েছিল ইরানি স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদে। তার ভাষ্যমতে, তেহরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। ভাইরাসের কারণে তারা ফুসফুসের জটিল সংক্রমণে ভুগছিলেন।

কোম প্রদেশে অনেক চীনা শ্রমিক কাজ করেন। তাদের মাধ্যমেই হয়তো ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার শরীরে সংক্রমিত হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এরপর বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে। অন্তত ২৮টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার পর্যরন্ত চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ২৩৯। অন্যান্য দেশে ১১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত প্রায় ৭৫ হাজার। দিনি দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/মোআ)