মুজিববর্ষের ক্রিকেটে খেলবেন কোহলিসহ চার ভারতীয়

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আগামী মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে এশিয়া একাদশ ও বিশ্ব একদাশের মধ্যে৷ ২১ ও ২২ মার্চ দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ ম্যাচ ঘিরে সরগরম ক্রিকেটবিশ্ব৷ এশিয়া একাদশের হয়ে ভারত থেকে চারজন ক্রিকেটারকে খেলতে দেখা যেতে পারে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও খেলতে দেখা যেতে পারে শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবকে৷

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের খবর, এই চারজন ক্রিকেটারের নাম ইতিমধ্যেই বিসিবিকে পাঠিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

বিসিসিআই সূত্রের আরো খবর, ‘কোন কোন ক্রিকেটারকে পাওয়া যাবে তা জেনে চার ক্রিকেটারের নাম বিসিবিকে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কোহলি ছাড়াও এশিায়া একাদশের হয়ে ভারত থেকে প্রতিনিধিত্ব করবেন শামি, ধাওয়ান ও কুলদীপ৷ বিসিবি কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে ক্রিকেটারদের নাম চেয়ে পাঠিয়েছিল৷ তারপরই চার ক্রিকেটারের নাম পাঠিয়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট৷’

বিশ্বের নামকরা খেলোয়াড়দের সমন্বয়েই এই ম্যাচ দুইটি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা সেরা খেলোয়াড়দের চেয়েছি৷ কারণ ম্যাচটি দুটি হবে আন্তর্জাতিক মানের৷’

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এসইউএল)