সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে শোক মিছিল

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

ঢাবি প্রতিনিধি,ঢাকাটাইমস

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)একের পর এক বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে শোক মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ  শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়। পরে এটি বিশ্ববিদ্যালযয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘দেশপ্রেমিক জনতা জেগে উঠ, সীমান্ত হত্যা রুখে দাও’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত ব্যানার-প্লেকার্ড দেখা যায়।

রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা সীমান্তে বছরের পর বছর ধরে চলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এ ব্যাপারে সরকার উদাসীনতায দেখাচ্ছে বলে দাবি করে তারা হতাশা ব্যক্ত করেন।

এ সময় সীমান্ত হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে‌ অনশনে বসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিব আরিফ বলেন,‘একুশের যে প্রতিবাদী চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা তাতে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

সীমান্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/মোআ)