ভাষাদিবসে রেকর্ডসংখ্যক নতুন বই এল মেলায়

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বইমেলায় একুশে ফেব্রুয়ারি ভাষাদিবসে মেলায় এসেছে রেকর্ডসংখ্যক নতুন বই। মেলার এই ২০তম দিনে এসেছে ৫০৮টি নতুন বই।

মেলায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এ্ তথ্য জানা গেছে।
নতুন বইয়ের মধ্যে আগামী প্রকাশনী এনেছে ‘মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র’। আবিষ্কার এনেছে রবিউল হুসাইনের কাব্যগ্রন্থ ‘কি আছে এই অন্ধকারের গভীরে’। মাহাকাল প্রকাশ করেছে হাবীবুল্লাহ সিরাজীর কাব্যগ্রন্থ ‘ছিন্নভিন্ন অপরাহ্ণ’ ও রীনা মজুমদারের ‘বাস্তবতার বেড়াজালে’।

কথা প্রকাশ এনেছে মুনতাসীর মামুনের ‘বাংলাদেশ ১৯৭১: গণহত্যা নির্যাতনের রাজনীতি’। পুথিনিলয় এনেছে জাকির তালুকদারের ‘গল্প সমগ্র ২’, বিপ্রদাশ বড়–য়ার ‘তিনটি গোয়েন্দা কাহিনী’ ও ইমদাদুল হক মিলনের ‘তোমার ভালোবাসা’।

য়ারোয়া বুক কর্নার এনেছে কাজী রোজীর ‘শেখ মুজিবুর বাঙালির বাতিঘর’। জ্ঞানকোষ এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘আমার সাইন্টিস মামা’।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/টিএটি/মোআ)