মাসভাউরের অর্ধশতে এগোচ্ছে জিম্বাবুয়ে

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ইনিংসের শুরুতে জিম্বাবুয়েকে চাপে রেখেছিল বাংলাদেশ। প্রথম চার ওভারে তারা রানের খাতা খুলতে পারেনি। জিম্বাবুয়ের দলীয় ৭ রানে নাঈমের হাতে ক্যাচ বানিয়ে ওপেনার কাসুজাকে বিদায় করেছিলেন টাইগার পেসার রাহি।

কিন্তু শুরুতে চাপে পড়লেও পরে মাসভাউরে ও আরভিনের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এই জুটিতেই তারা এগোচ্ছে। মাসভাউরে ইতোমধ্যে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪৫ রানে অপরাজিত ছিলেন মাসভাউরে। বিরতি থেকে ফিরে তিনি ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১০০ রান। এখন দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে।

শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

এই ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার দুজন হলেন আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। স্পিনার দুজন হলেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম এই একাদশে আছেন।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য টানা হারের বৃত্ত থেকে বের হওয়া। টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিলো ইনিংস ব্যবধানে হার। কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্সে চিন্তায় পড়েছে টাইগাররা।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এসইউএল)