ওয়েলিংটনে দ্বিতীয় দিনেও কিউই রাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫

চালকের আসনে নিউজিল্যান্ড। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫১ রানে এগিয়ে আছে কিউইরা। এই টেস্টের প্রথম দুই দিন আগাগোড়া দাপট দেখিয়েছে হোম টিম নিউজিল্যান্ড। ভারতীয় দল কোনো সেশনেই প্রাধান্য দেখাতে পারেনি। তবে শেষ সেশনে তিন উইকেট নিয়ে লড়াইয়ে ফিরেছেন বিরাট কোহলিরা।

শনিবার ম্যাচের সকালে পাঁচ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। এদিন তারা ১৬৫ রানে অলআউট হয়ে যায়। পরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৬ রান করে দিনের খেলা শেষ করেছে। কিউই অধিনায়ক ৮৯ রান করে আউট হন।

এদিন নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতে জোড়া ধাক্কা দেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। প্যাভিলিয়নে ফিরে যান দুই কিউই ওপেনার টম লাথাম (১১) এবং টম ব্লান্ডেল (৩০)। এরপর উইলিয়ামসন এবং টেইলর জুটি তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন।

ক্যারিয়ারের শততম টেস্টে টেইলর করেছেন ৪৪ রান। টেইলরকে আউট করেন সেই ইশান্তই। এরপর উইলিমসনকে ৮৯ রানে আউট করে ভারতকে ম্যাচে ফেরান মোহাম্মদ শামি। নিকোলসকে (১৭) ফেরান অশ্বিন। দ্বিতীয় দিন শেষে ১৪ রানে অপরাজিত রয়েছেন ওয়াটলিং। আর কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রান করে অপরাজিত রয়েছেন।

শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙেছিলেন কিউই পেসার কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। পান্ত ১৯ করে রান আউট হন। রাহানে করেন ৪৬ রান। শেষ দিকে মোহাম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :