জয়পুরহাটে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮

জয়পুরহাটে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। শনিবার জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সামছুল আলম দুদু। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‌্যালি বের হয়।

কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, মুখ্য আলোচক হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।

আগামী সোমবার এ সম্মেলন শেষ হবে। সম্মেলনে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে থাকবে- কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :