মার্কিন নির্বাচন থেকে দূরে থাকতে পুতিনকে বললেন স্যান্ডারস

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেট পার্টির মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডারসের ক্যাম্পেইনে রাশিয়া সহযোগিতার চেষ্টা করছে বলে বার্নি স্যান্ডারসকে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তারপরই রাশিয়াকে মার্কিন নির্বাচন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন স্যান্ডারস।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডে সাংবাদিকদের তিনি বলেন, ‘২০২০ সালের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে গোয়েন্দা বাহিনী জানিয়েছে। যদি পুতিন নির্বাচিত প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বাস করুন তিনি আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।’

ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৭৮ বছর বয়সী বার্নি স্যান্ডারস মনোনয়নের দূরে নির্বাচনে এগিয়ে রয়েছেন।

শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মার্কিন কর্মকর্তারা নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে বার্নি স্যান্ডারসের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদেরও এ বিষয়ে অবগত করেছে। তবে রাশিয়া কিভাবে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে তা উল্লেখ করেনি পত্রিকাটি।

স্যান্ডারস জানায়, গত এক মাস পূর্বে রুশ হস্তক্ষেপের বিষয়ে তিনি অবগত হয়েছিলেন।

সাংবাদিকদের স্যান্ডারস বলেন, ‘নির্বাচনী ক্যাম্পেইন থেকে বিরত থাকতে রাশিয়াসহ অন্য সব দেশগুলোকে বলছি। রাশিয়া যেসব কর্মকাণ্ড করছে তা নিন্দনীয়। আমি কয়েকটি টুইট দেখেছি। যেগুলো আমাদের মধ্যে ঐক্যে ফাটল ঘটাবে। তাদের কর্মকাণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তারা আমেরিকায় ঘৃণার পাত্রে পরিণত হওয়ার চেষ্টা করছে।’

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :