চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২

চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করার দাবিও জানান তারা।

অবিলম্বে তাদের দাবি না মানা হলে জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে রাজপথে নামারও হুমকি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার ইবু, ডা. মুস্তাকুর রহমান, বিএমএর সভাপতি মাটিন হীরক চৌধুরী, সাংবাদিক বিপুল আশরাফ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক দোলায়ার উদ্দিন জোয়ার্দার দুলু।

বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ‘চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার বেহাল দশা। ১৩ লাখ মানুষের বসবাস এ জেলার একমাত্র সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় জনবল। নামে ১০০ শয্যার হলেও ৫০ শয্যার জনবল দিয়েই চালানো হচ্ছে হাসপাতালটি। এছাড়া কয়েক বছর আগে ১০০ শয্যার নতুন হাসপাতালের ভবন নির্মিত হলেও জনবল সংকটের কারণে তারও উদ্বোধন করা হয়নি।’

এছাড়াও মানববন্ধনে অংশ নেন- জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :