চিরিরবন্দর থানায় হেল্প ডেস্ক

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দরে থানায় বয়স্ক, শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে নতুন এসব ডেস্ক চালু করা হয়।

শনিবার সকালে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন ফিতা কেটে এর উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার- পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে লালন করে পুলিশ-জনতা একাকার হয়ে চিরিরবন্দর তথা দেশ থেকে অপরাধ নির্মূল করতে হবে। তাই চলমান মুজিববর্ষের সম্মানে চিরিরবন্দর থানায় স্থাপন করা হয়েছে এই আলাদা হেল্প ডেস্ক। এসব ডেক্স চালুর মাধ্যমে সমাজের বয়স্ক নারী-শিশু-পুরুষ ও প্রতিবন্ধীদের সেবা কার্যক্রমে গতিশীলতা আসার পাশাপাশি তাদের সম্মান বৃদ্ধি পাবে।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায়ের নির্দেশে এসব হেল্প ডেস্কের কর্মকর্তা হিসাবে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরা খাতুনকে মনোনীত করা হয় ।

এ দায়িত্ব পালনের জন্য উপ-পরিদর্শক মনিরা খাতুন সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এ হেল্প ডেস্কের মাধ্যমে বয়স্ক, শিশু,  নারী ও প্রতিবন্ধীদের আরো বেশি সেবা দিতে পারব বলে বিশ্বাস করি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)