‘প্রতি উপজেলায় একটি করে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় হবে’

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০২

এ বছরে প্রতি জেলায় একটি করে এবং পরবর্তীতে প্রতি উপজেলায় একটি করে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ।

শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ ট্রাস্টের প্রতিষ্ঠান গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এক কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যত্রতত্র বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোন বিদ্যালয় সরকারি সুবিধা পাবে না। এসব প্রতিষ্ঠানের কোন ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

পরে স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।

এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম- ১ আসনের সাংসদ আছলাম হোসেন সওদাগর, গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিছ আরা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :