বন্ধুদের কটাক্ষের কারণে আত্মহত্যা করতে চায় শিশু

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০

স্কুলে বন্ধুদের কটাক্ষ শুনতে শুনতে বিরক্ত অস্ট্রেলিয়ার এক শিশু আত্মহত্যা করতে চায়। সামাজিক মাধ্যম টুইটারে ছেলেটির মা একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, শিশুটি কাঁদতে কাঁদতে বলছে, সে আত্মহত্যা করতে চায়।

গত মঙ্গলবার শিশুটির মা টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা গাড়ির মধ্যে বসে ক্রমাগত কেঁদে যাচ্ছে। চোখের জল মুছতে মুছতে সে বলছে, আত্মহত্যা করবে। এমনকি, একবার তাকে নিজের গলায় আঁচড়াতেও দেখা যায়। সেই সঙ্গে বলতে থাকে, ‘আমাকে একটা দড়ি দাও, আমি আত্মহত্যা করব।’

ভিডিও দেখতে ক্লিক করুন

ন’ বছরের বাচ্চাটির নাম কোয়াডন। শারীরিক সমস্যার কারণে তার উচ্চতা স্বাভাবিক নয়। এদিন তার মা তাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। সেই সময় দেখতে পান, ছেলেকে উত্ত্যক্ত করছে কয়েকটি বাচ্চা। তা সহ্য করতে না পেরে কোয়াডন কাঁদতে আরম্ভ করে। এর পর কোয়াডনের মা তাকে গাড়িতে বসিয়ে ভিডিওটি রেকর্ড করেন।

ভিডিওতে কোয়াডনের মা বলছেন, কী ভাবে দিনের পর দিন তাঁর ছেলেকে স্কুলে অন্য বাচ্চাদের দ্বারা নির্যাতনের শিকার হতে হচ্ছে। তার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। ছেলের এই কষ্টের কথা বলতে বলতে তাঁর গলাও কান্নায় বুজে আসে। অন্য অভিভাবকদের বার বার আবেদন করেন, যাতে এভাবে কাউকে নির্যাতন না করা হয়, বাচ্চাদের যেন তাঁরা শেখান। এভাবে নির্যাতন করা কখনই ঠিক নয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :