নাজিরপুর যুবলীগ সম্পাদককে দুদকে তলব

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসকে নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম ও উপজেলার কবিরাজ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতিন্দ্র নাথ ঢালীকে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে তদন্তকারী অফিসারের কাছে হাজির হয়ে তাদের বক্তব্য দিতে লিখিত নোটিশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম।

অভিযুক্ত চঞ্চল কান্তি বিশ্বাস দুদকের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুদকের নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমি আমার বক্তব্য প্রদান করব। তবে আমি কোন অনিয়ম বা কোনও অবৈধ সম্পদ অর্জন করিনি।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)