প্লাস্টিক ফুল আমদানি বন্ধের দাবি চাষিদের

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, সাভার

দেশের বাইরে থেকে প্লাস্টিকের ফুলের আমদানি ও দেশে প্লাস্টিকের ফুল উৎপাদন বন্ধসহ পাঁচ দাবি জানিয়েছেন সাভারের ফুল চাষিরা। শনিবার বেলা ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মানবন্ধনের মাধ্যমে দাবিগুলো জানিয়েছেন প্রায় দেড় শতাধিক ফুল চাষি।

ফুল চাষিদের অভিযোগ, বর্তমানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান ও বার্ষিক ১২০০ কোটি টাকার অভ্যন্তরীণ ফুলের বাজার। কোনো এক কুচক্রীমহল এই কর্মসংস্থান ও কাঁচা ফুলের বাজার নষ্ট করতে দেশের বাইরে থেকে প্লাস্টিকের ফুল আমদানি করে আসছে। এতে করে ফুল চাষিরা তাদের কাঁচা ফুল বাজারে বিক্রি করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ফুল চাষি দিনদিন কমেই যাওয়ায় কাঁচা ফুল শিল্প পড়েছে হুমকির মুখে।

তাই অবিলম্বে চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে হবে, দেশের ফুল শিল্প রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ফুল শিল্পের প্রসার করতে কীটনাশক ও আনুষাঙ্গিক কৃষি উপকরণ সহজ লভ্য করতে হবে, প্রচারণার মাধ্যমে বিদেশে ফুল রপ্তানির সুযোগ করতে হবে এবং দেশের ফুল সুুষ্ঠু বিপননের জন্য ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপন করতে হবে বলে দাবি জানান চাষিরা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)