মাদ্রিদে অমর একুশে পালন করল বাংলাদেশ দূতাবাস

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

মোহাম্মদ ওয়াসি উদ্দিন, স্পেন

বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস স্পেন।

দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি হারূন আল রাশিদের সঞ্চালনায় স্থানীয় সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মহান ভাষা আন্দোলনে আত্মাহুতি দেয়া বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাষ্ট্রদূত খন্দকার হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন দেশ মুক্তি সংগ্রাম আন্দোলনের সূতিকাগার যা যুগ যুগ ধরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে যাবে'।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)