পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রনি মোহাম্মদ, পর্তুগাল
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

পর্তুগালের প্রাচীন রাজধানী বন্দর নগরী পোর্তোয় নানা আয়োজনে একুশ উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং পর্তুগিজ স্পাসো টি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনটি করা হয়।

স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ, পর্তুগালের ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় জন্তা প্রেসিডেন্ট এন্তোনিও ফনসেকা, পোর্তো সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পর্তুগাল বাংলা প্রেসক্লাব সহ পোর্তো শহরের স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা।

রাত সাড়ে ৯টায় পোর্তো শহরের বিখ্যাত এন্তনীয় কমার্শিয়াল দো পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্কসহ পর্তুগিজ ভাষা, সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্যে রাখেন বাংলাদেশর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং সমাপনী বক্তব্যে রাখেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর এক যুগ পূর্তি উপলক্ষে পর্তুগালের মূলধারার রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ১টি সংস্থাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

অনুষ্ঠানের শেষাংশে পর্তুগালের স্থানীয় ও পর্তুগিজ আফ্রিকান শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :