প্যারিসের রিপাবলিকে শহীদ মিনারে প্রবাসীদের ঢল

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২০

ফ্রান্স প্রতিনিধি, ঢাকাটাইমস

টানা চতুর্থবারের মত প্যারিসে কমিউনিটির সকল বিবেদ ভুলে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাধ ভাঙা উচ্ছাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা।

প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে হাজার হাজার প্রবাসীর ঢল নামে। শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ। পরে একে একে ফুল দিয়ে জাতির মহান সন্তানদের স্মরণ করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

এসময় রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান সেইনডেনিস সিটি কর্পোরেশনের পক্ষে ম্যাথিউ মাতিউ হানাতা ও শরফ সাদিউল।

এরপর একে একে সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্সসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানায়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)