বার্সেলোনায় মহান শহীদ দিবস পালন

মোহাম্মদ ওয়াসি উদ্দিন, স্পেন
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার উদ্যোগে এবং বার্সেলোনা সিটি হলের সহযোগিতায় মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহীদদের প্রতি সম্মান জানাতে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্লাসা খোয়ান আমাদেসে অস্থায়ী শহীদ মিনার চত্বরে বার্সেলোনায় বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিদের ঢল নামে।

আয়োজনের শুরুতে উপস্থিত সকলে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকলের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে জাতীয় সংগীত।

তারপর বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু তার সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন।

সে সময় উপস্থিত আমন্ত্রিত অতিথি বার্সেলোনা সিটি হলের সিউটাত ভেলা এবং ডেমোক্র্যাটিক মেমোরির কাউন্সিলর জর্ডি রাবাসা এবং রাভালের কাউন্সিলর নাটালিয়া মার্টিনেজ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব উল্লেখ করে বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান।

তারপর বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন এবং বার্সেলোনা বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অস্থায়ী শহীদ মিনার চত্বরে এক পাশে একুশে ফেব্রুয়ারি নিয়ে কোমলমতি শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হয়।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :