জেনেভায় আ.লীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬

বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর স্থানীয় সময় ০০:০১ মিনিটে সকল ভাষা শহীদের স্মরণের মাধ্যমে জেনেভাস্থ সুইজারল্যান্ড আওয়ামী লীগ কার্যালয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছেন স্থানীয় সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খানের পরিচালনা ও উপস্থাপনায় এবং সহসভাপতি অরুণ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

০০:০১ মিনিটে কার্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ পরিবেশনের মধ্যেদিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আলোচনা সভার শুরুতেই সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, উপ প্রচার সম্পাদক সমিরন বরুয়া প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী নেতা, জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ।

নৈশ ভোজের পর সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :