পাকিস্তান সুপার লিগে বিতর্ক!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২

দুদিন হতে না হতেই পাকিস্তান সুপার লিগের পঞ্চম সংস্করণে বিতর্ক। ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে বিতর্কে জড়ালেন এক টিম অফিসিয়াল।

করাচি স্টেডিয়ামে গত ২১ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। করাচি কিংসের সিইও তারিক ম্যাচের মাঝেই ডাগআউটে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন ড্রেসিংরুম আর ডাগআউটে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বাঁধছে।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনও মন্তব্য করেনি। ঘটনার তীব্র নিন্দা করেন শোয়েব আখতার। যদিও করাচি কিংসের কোচ ডিন জোন্স ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘দলের সিইও ফোনে কথা বলছিলেন। পরের দিনের অনুশীলনের ব্যবস্থা করছিলেন তিনি।’

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :