গর্ভবতীদের করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘কোর্স’

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গর্ভাবস্থায় কী করবেন মহিলারা, কেমন ব্যবহার করবেন, কি খাবেন, কী পরবেন? এ বিষয়গুলো জানাতে ডিপ্লোমা কোর্স চালু করছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়৷ এই কোর্সের নাম রাখা হয়েছে ‘গর্ভ সংস্কার’৷

লখনৌ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই কোর্স৷ তাতেই গর্ভবতীদের জন্য বিভিন্ন সামাজিক সংস্কার শেখানো হবে৷ গর্ভবতীদের কী পোশাক পরতে হবে বা এই সময় কোন গান শুনলে মন ভাল থাকবে, সবটাই কোর্সের মধ্যে তুলে ধরা হবে৷ খবর নিউজ এইট্টিনের।

শুধু মহিলারা নন, পুরুষরাও এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন৷ তারাও শিখতে পারবেন এই বিশেষ ধারাগুলি যা মা হওয়ার পথে প্রয়োজনীয় হতে পারে৷

এই কোর্সটি চারটি ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রেগন্যান্সি ডায়েট বা প্রেগন্যান্সি হেল্থ নিয়ে কাজ করতে গেলে গর্ভ সংস্কার কোর্সটি খুবই উপকারী হবে৷

উত্তরপ্রদেশের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আনন্দিবেন পটেলের নির্দেশে এমন কোর্স চালুর পরিকল্পনা করা হয়৷ কীভাবে একজন নারী যোগ্য মা হয়ে উঠতে পারবেন তা নিয়ে কিছু কোর্স শুরুর কথা বলেন রাজ্যপাল৷ তারপরই শুরু হয় গর্ভ সংস্কার৷

গর্ভ সংস্কার কোর্সটিতে মূলত ১৬টি সংস্কারমূলক কাজের কথা থাকছে৷ এর মধ্যে থাকছে ফ্যামিলি প্ল্যানিং থেকে খাদ্যগুণ যা গর্ভাবস্তায় বিশেষভাবে প্রয়োজন৷

লখনৌ বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। মানসিক ও শারীরিকভাবে খুবই সুক্ষ্ম বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এই কোর্সে৷ সুস্থ বাচ্চার জন্ম দিতে যা বিশেষভাবে প্রয়োজন৷

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/একে