ফের ব্যর্থ বিরাট-পূজারা, কোণঠাসা ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৫

ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। ভারতীয় দল ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে চলতি টেস্টে। ফলে, সিরিজে ০-১ পিছিয়ে পড়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে। রবিবার তৃতীয় দিনের শেষে ভারত এখনও ৩৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ছয় উইকেট।

প্রথম ইনিংসে ভারত তুলেছিল ১৬৫ রান। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। ইশান্ত শর্মা পাঁচ উইকেট নিলেনও কিউই টেলএন্ডাররা প্রতিরোধ গড়ে তুলে হতাশ করেন ভারতীয়দের।

কলিন ডি গ্র্যান্ডহোম (৪৩), কাইল জেমিসন (৪৪), ট্রেন্ট বোল্টরা (৩৮) কেউই সহজে উইকেট দেননি। পাঁচ উইকেটে ২১৬ রান নিয়ে শুরু করে তাই প্রায় সাড়ে তিনশো তুলে ফেলে কিউইরা। ১৮৩ রানের লিড নেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ইশান্ত (৫-৬৮) ছাড়া উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন (৩-৯৯), জ্যাসপ্রীত বুমরাহ (১-৮৮) ও মোহাম্মদ শামি (১-৯১)।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের প্রথম উইকেট পড়ে ২৭ রানে। পৃথ্বী শ (১৪) ছাড়াও ব্যর্থ চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহলি (১৯)। মায়াঙ্ক আগারওয়াল (৫৮) একমাত্র লড়ছিলেন। কিন্তু বিতর্কিত আউটে ফিরতে হল তাঁকে। দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ১৪৪। ক্রিজে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানে (২৫) ও হনুমা বিহারী (১৫)। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট (৩-২৭)।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :