এক হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

অবশেষে আদালতের নির্দেশনা অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাওনার এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে টাকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। স্ট্যাটাসে মন্ত্রী লিখেছেন, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন এক হাজার কোটি টাকা প্রদান করেছে।’

এর আগে এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, রবিবার তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেবে।

বিটিআরসির দাবি, গ্রামীণফোন এবং রবি, এই দুইটি টেলিকম কোম্পানির কাছে ২০ বছরে সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সংস্থাটির। এর মধ্যে গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। যদিও মোবাইল কোম্পানি দুটো বলছে, টাকার অংক নিয়ে তাদের আপত্তি রয়েছে।

গত বৃহস্পতিবার গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই গ্রামীণফোন বিটিআরসিকে নির্ধারিত অর্থ দিলো।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)