জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১

দীর্ঘ আটমাস পর একদিনের ক্রিকেটে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবতীর্ণ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন মাশরাফি। ফলে বিশ্বকাপ ক্রিকেটের পর দীর্ঘ আটমাস পর দেশের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। মাশরাফিকে অধিনায়ক করেই জিম্বাবুয়েল বিপক্ষে ১ম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্যমেতে, জিম্বাবুয়ের বিপক্ষেই লাল-সবুজ জার্সি গায়ে শেষ সিরিজটি খেলতে নামবেন বাংলাদেশের সবচেয়ে ওয়ানডে সফল অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপের পর দলের চার সিনিয়র খেলোয়াড় মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহকে একসঙ্গে মাঠে দেখা যাবে।

এদিকে দীর্ঘ সময় পিঠের চোটের কারণে দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে চলেছেন এই সিরিজের মধ্য দিয়ে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :