যানজট কমাতে দরকার দায়িত্বের বিকেন্দ্রীকরণ: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫০

যানজটের চাপ কমাতে ঢাকার বাইরে সরকারি অফিস বাড়ানোর পাশাপাশি ক্ষমতা ও দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা যেতে পারে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 'দ্য ফিউচার প্ল্যানিং অব আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা' শীর্ষক বিশেষায়িত সেমিনারে তিনি এই মত দেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে বিকেন্দ্রীকরণ একটা পথ হতে পারে। ক্ষমতা, দায়িত্বের বিকেন্দ্রীরণ করতে হবে। সিলেটের বিষয়ের দায়িত্ব সিলেটেই শেষ করতে হবে। রংপুরের দায়িত্ব রংপুরে যারা বসবে তারাই করবে। এইগুলো যদি আমরা সাহসের সাথে করতে পারি তাহলে আমার মনে হয় এখানে একটা সম্ভাবনা আছে যানজট কিছুটা কমানোর।’

এমএ মান্নান বলেন, ‘রেল, স্টিমারের অফিস ঢাকার বাইরে করা হয়েছে, কিন্তু কর্তা ব্যক্তিরা সব সময় ঢাকায় বসে থাকেন। তার মানে শুধু অফিস সরালে হবে না অফিসের কাজ বিকেন্দ্রিকরণ করতে হবে, ফাইন্যান্সকে বিকেন্দ্রিকরণ করতে হবে।’

যানজট কমাতে ডিজিটাইলেজশন মনোযোগী, সবাইকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরবান হ্যাবিট্যাট কনসালট্যান্টসের চেয়ারম্যান স্থপতি-পরিকল্পনাবিদ তানউইর নেওয়াজ।

প্রবন্ধে বলা হয়, ২০৫০ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি। এতে করে বিপুল জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থা আগের চেয়েও বেহাল দশা হবে। অবস্থার উন্নয়নে পথচারীবান্ধব যাতায়াতব্যবস্থা, বৃত্তাকার নৌপথ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। মুক্ত আকাশ ম্যাগাজিনের আয়োজনের সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ম্যাগাজিনটির সম্পাদক মো. শামসুল আকাশ প্রমুখ।

‘দাপ্তরিক কাজে বাংলাকে গুরুত্ব দিতে হবে’

এদিকে রবিবার বিকালে পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে দৈনন্দিন ও দাপ্তরিক কাজে বাংলা ভাষাকে গুরুত্ব দেবার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সবার কাছে অনুরোধ করবো দৈনন্দিন কাজে, দাপ্তরিক কাজে এবং দায়িত্ব পালনে বাংলা ভাষা ব্যবহার করার জন্য। তাই বলে ইংরেজিকে অবহেলা করতে বলছি না। এটা সম্ভব হবে না।

পরিকল্পনা কমিশনের সচিব নুরুল আমিন সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিস প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :