বাবা হত্যায় ছেলেসহ চারজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় তার ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের আব্দুল মান্নান (৪০) ও মীর কুটিয়া গ্রামের জহিরুল ইসলাম (৫৫)। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামে একাই বসবাস করতেন। বিগত ২০১৩ সালের ১ জুলাই রাত ১টার দিকে খুন হন আব্দুল আওয়াল। পরবর্তীতে ওই বছরের ১ আগস্ট পুলিশ বাদী হয়ে নিহতের ছেলেসহ পাঁচজনের নামে মামলা করেন। এক আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।

(ঢাকাটাইমস/এলএ/২৩ফেব্রুয়ারি)