ঝিনাইদহে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পিংকীর মৃত্যু হয়।

নিহতের মা কাজল বেগম জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার পিংকীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতেন সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় পিংকী ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে। পরে মীমাংসার পর সৌরভ পিংকীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সৌরভের পরিবার পিংকীকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ির জন্য প্রায়ই মারধর করতো।

এরই জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি পিংকীর বাড়ি এসে দুই হাজার টাকা চান সৌরভ। পিংকী টাকা দিতে অস্বীকার করলে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে পিংকী মারা যান।

এ ঘটনায় নিহতের মা কাজল বেগম থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সৌরভ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)