নর্দান ইউনিভার্সিটিতে নবাগতদের সংবর্ধনা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে নবাগত সংবর্ধনা ও ফাল্গুন উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ফাল্গুন উৎসবে অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান।

আরো ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আবু ইউসুফ বলেন, ‘তথ্য-প্রযুক্তির যুগে তোমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।’

কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমরা গর্বিত নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস আমাদের এই এলাকাতে প্রতিষ্ঠিত হওয়ায়। আমরা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে চাই।’

মাহবুবুর রহমান বলেন, ‘তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছ, সেটা বড় বিষয় না। তোমরা কী শিখছ এবং জাতিকে কী উপহার দিচ্ছ- সেটাই দেখার বিষয়।’

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

বিকালে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :