ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। ওই রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছে এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

জানা যায, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরদিন শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম (৪০) অসুস্থবোধ করলে স্বজনরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। রবিবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন তানজিনা আক্তার (১৩), হাজেরা খাতুন (৬০) ও আলেয়া আক্তার (৩৬)। তাদের অসুস্থতার কারণ সম্পর্কে এখনো কেউ নিশ্চিত নন। তবে চিকিৎসক বলছেন তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিনা বেগম। চিকিৎসা নেয়ার আগেই তিনি মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ হন পশিনা বেগম। চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরও তিনিও মারা যান।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার ঢাকা টাইমসকে বলেন, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ জানতে পরিদর্শন করেছে। কী কারণে তারা মারা গেল এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভালো আছেন।

প্রসঙ্গত, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছিল। স্থানীয় লোকজন এমন অজ্ঞাত রোগে মৃত্যুর কারণ ওই ভাইরাসে হতে পারে বলে ধারণা করছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :