‘মুজিব বর্ষে মোদি কীভাবে প্রধান বক্তা হন?’

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

মার্চ মাসে হতে যাওয়া মুজিব শতবর্ষ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণপত্র পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। বলেছেন, ‘আমি জানি না বঙ্গবন্ধুকে স্মরণ করে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে প্রধান বক্তা করে বর্তমান সরকার কি শেখ মুজিবকে আরও সম্মানিত করছেন নাকি কলঙ্কিত করছেন।’

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ত্রৈমাসিক গবেষণা পত্রিকা দসর্বজনকথাদ বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘কাঁটাতারের সম্পর্ক: বাংলাদেশ ভারত সম্পর্ক’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

আনু মুহাম্মদ বলেন, ‘সেই নরেন্দ্র মোদি আসছেন যার পেছনে করপোরেট আধিপত্য, হিংস্রতা, সাম্প্রদায়িকতা, জাতিগত বিদ্বেষ জড়িয়ে আছে সমগ্র দক্ষিণ এশিয়ায়। তিনি কীভাবে শেখ মুজিবের প্রতি সম্মান জানানো একটা অনুষ্ঠানের প্রধান বক্তা হতে পারেন এ প্রশ্নটা আমাদের করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন এই অধ্যাপক। বলেন, ‘বর্তমান সময়ে ভারত-বাংলাদেশের সম্পর্ককে বোঝানোর জন্য কাঁটাতারের বন্ধুত্ব শব্দটায় অধিক সঙ্গত। এর চেয়ে ভালো শব্দ আর কিছু হতে পারে না। অনন্য উচ্চতায় উঠেছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব। সে অনন্য উচ্চতার মধ্যে কাঁটাতার কীভাবে থাকে। আর এ কাঁটাতার শুধু এক দেশের জন্য। বাংলাদেশকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে রেখে বাংলাদেশের মধ্য দিয়ে তাদের পণ্য পরিবহনের জন্য দেশের সব সড়ক নৌপথ বন্দর ব্যবহার করা হচ্ছে। আর এই ট্রানজিট বাংলাদেশের সব সেক্টরকে প্রভাবিত করবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দীন খান, আব্দুল মান্নান এবং গবেষক আলতাফ পারভেজসহ বিভিন্ন বিশ্যবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :