ফিলিস্তিনিকে হত্যার পর পিষে দিল ইসরায়েলি সেনারা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার সকালে গাজা-ইসরায়েল সীমান্তে কয়েকজন ফিলিস্তিনির ওপর ইসরায়েলি সেনারা গুলি করলে ওই নিহত হন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হন।

এরপর ওই ফিলিস্তিনির মরদেহ বুলডোজার দিয়ে পিষে দিতে দেখা যায় এক ভিডিওতে।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনের নাগরিক নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে যায়। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর শহীদের মরদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে থাকে। খবর পার্সটুডের।

ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেন নি। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এসময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই ঘটনার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, যাকে শহীদ করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলিরা।

ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/একে