গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাওনা বাবদ আরও এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী তিন মাসের মধ্যে এই টাকা জমা দিতে হবে।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বৃহত্তর পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

ওই টেলিকমের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন এএম আমিন উদ্দিন এবং বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে আদালতের নির্দেশে গতকাল রবিবার এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন।

নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে গত বছরের ২ এপ্রিল গ্রামীণফোনের কাছে বিটিআরসি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা ও রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা বলে দাবি করে। বারবার নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় এই টাকা আদায়ে প্রথম ধাপে ব্যান্ডউইডথ কমিয়ে দিয়ে এবং দ্বিতীয় ধাপে গত ২২ জুলাই বিভিন্ন ধরনের সেবার অনুমোদন ও এনওসি দেওয়া বন্ধ করে দেয় বিটিআরসি। তাতেও কাজ না হওয়ায় গত বছর ৫ সেপ্টেম্বর লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে দুই অপারেটরকে নোটিশ পাঠায় নিয়ন্ত্রক সংস্থা। এমনকি বিটিআরসি চেয়ারম্যান প্রয়োজনে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের কথাও বলেন।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমআর