রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পেছাল

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরির মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৯ মার্চ ধার্য করেছে আদালত।

সিআইডি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সোমবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এই তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৪১ বার সময় দিল আদালত।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে একটি মামলা করেন।

মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় ওই মামলাটি করা হয়।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/আরজে/এমআর