চাটমোহরে উপজেলার শ্রেষ্ঠ চিকিৎসক ডলার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭

পাবনার চাটমোহর উপজেলার শ্রেষ্ঠ চিকিৎসক হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার। হাসপাতালে রোগী সেবায় অনন্য ভূমিকা পালন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সোমবার তাকে ক্রেস্ট উপহার দিয়ে পুরস্কৃত করা হয়।

চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমন স্বীকৃতির আয়োজন করা হলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন পাবনা বিএমএর সভাপতি ডা. গোলজার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়াইবুর রহমান, ইউপি সদস্য মকবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ডা. রহুল কুদ্দুস ডলার চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লার আবদুস সামাদের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। ৩৭তম বিসিএস-এ (ক্যাডার) পাস করে ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :