দাম বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার টাকা। যা এতোদিন ছিল ৫০ হাজার টাকা। যা অবিলম্বে কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সর্বশেষ ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। সে সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হলো।

(ঢাকা টাইমস/ ২৪ ফেব্রুয়ারি/ আরএ)